হরিপুরের নৈসর্গিক সৌন্দর্য পদ্মা গড়াই মোহনার রাস্তার বেহাল দশা
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


দ্য বিডি রিপোর্ট প্রতিবেদক: কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের সীমান্ত ঘেষে বয়ে চলেছে প্রমত্তা পদ্মা নদী। পদ্মা নদী থেকে প্রকৃতিগত ভাবেই সৃষ্টি হয়েছে গড়াই নদী। পদ্মা নদী হতে গড়াই নদীর উৎপত্তিস্থল কে মোহনা বলা হয়। যেটা বর্তমানে সাগরকন্যা গরীবের কক্সবাজার নামে বেশ খ্যাতি অর্জন করেছে। যান্ত্রিকতার কোলাহল থেকে কিছুটা পরিবার পরিজন নিয়ে প্রকৃতির অপরুপ সৌন্দর্য অবলোকন করার এক অপরুপ সৌন্দর্য ঘেরা পদ্মা – গড়াই মোহনা। পদ্মা নদীর পানির কলকল শব্দ, কাশবনের মাথায় একগুচ্ছ সাদা ফুল বাতাসে দোলায়, ঘন সবুজে ঘেরা কাশবন। দূরের নীল আকাশটা স্বচ্ছ মেঘের ভেলা আর পদ্মা নদীর রুপালি ইলিশ ধরতে ব্যস্ত সময় কাটাচ্ছে মাঝ বয়সী জেলে। জেলের সারা শরীর ঘেঁমে সোনালি রোদে ঝলমল করার অপরুপ দৃশ্য শুধুই নয়ন ভোলায় না বরং মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। প্রকৃতির এমন সৌন্দর্য দেখতে ভীড় জমায় বিভিন্ন জায়গা থেকে আসে শত শত দর্শনার্থীরা।
কিন্তুু পদ্মা গড়াই মোহনায় চলাচলের রাস্তা ঝুকিপূর্ন হওয়ায় দর্শনার্থীদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। সরেজমিনে পরিদর্শন করলে দেখা যায়, পদ্মা গড়াই মোহনায় যাওয়ার রাস্তা ও প্রবেশ মুখে বৃষ্টির পানিতে বড় বড় গর্তের সৃষ্টি করেছে। নদীর কোল ঘেষে সরু রাস্তা আর যানবাহন বা মোটর সাইকেল চলাচলের জন্য রাস্তা না থাকায় জনদুর্ভোগটা মরার উপর খাড়ার ঘা পরিণত হয়েছে। গাড়ি বা ছোট যানবাহন চলাচলের একেবারেই অযোগ্য। বৃষ্টির পানি জমে হাঁটু কাঁদায় পরিণত হয়েছে। অনেকটাই ঝুকি নিয়ে চলতে হয় দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের। বিভিন্ন সময়ে ছোটখাটো দূর্ঘটনা দেখা দেয়। পদ্মা গড়াই মোহনার আশেপাশের মোহনাকে ঘিরে ছোট ছোট দোকান গড়ে উঠেছে। যাদের জীবিকা নির্বাহের একমাত্র শেষ সম্বল হয়ে দাঁড়িয়েছে এই দোকান গুলো। কয়েকজন দোকানদার বলেন, আমাদের এই দোকানের উপর নির্ভর করে সংসার চলে, ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চলে। দর্শনার্থীরা এখানে বেড়াতে না আসলে আমাদের জীবন জীবিকা বন্ধ হওয়ার উপক্রম হবে। বেড়াতে আসা একজন কিশোর মোঃ ফেরদৌস ওয়াহেদ নিলয় জানান, পরিবারের সকলকে নিয়ে বিশেষ দিন বা অবসর সময়ে প্রায়ই পদ্মা গড়াই মোহনায় বেড়াতে আসি। প্রকৃতির এমন অপরুপ সৌন্দর্য আমার বেশ ভালো লাগে। কিন্তু চলাচলের রাস্তার বেহাল দশায় ঘুরতে আসা সমস্যা হয়।
এই ব্যাপারে ১নং হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা যুব মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক এম সম্পা মাহামুদ জানান, পদ্মা গড়াই মোহনা হরিপুরের অন্যতম দর্শনীয় স্হান। এটা হরিপুরের গৌরব বয়ে আনে। অনেক দূর দূরান্ত থেকে বিপুলসংখ্যক দর্শনার্থীদের সমাগম ঘটে। চলাচলের রাস্তা নিয়ে বিড়ম্বনা সৃষ্টি হয়েছে খুব শীঘ্রই সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে রাস্তা সংস্করণের উদ্দ্যোগ নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। স্হানীয় বাসিন্দা ও হরিপুরের সুশীল সমাজের দাবী যত দ্রুত সম্ভব পদ্মা গড়াই মোহনায় চলাচলের রাস্তা সংস্করণের উদ্দ্যেগ নেওয়ার মাধ্যমে হরিপুরের দর্শনীয় স্হান রক্ষা করা হোক।
- আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
- কুষ্টিয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষককে হত্যার হুমকি
- কুষ্টিয়ায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি
- কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস তৈরীর কারখানা আবিষ্কার