আয়োজন আছে, লোক নেই! সাড়া ফেলেনি কুষ্টিয়ার জাতীয় মৎস্য সপ্তাহ মেলায়
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে শহরের কালেক্টরেট চত্তরের শহীন মিনারের সামনে তিনদিন ব্যাপী পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ মেলা-২০১৯। ১৮ জুলাই সকাল থেকে শুরু হয় এ মৎস্য সপ্তাহ। তবে মৎস্য সপ্তাহ প্রাঙ্গণে আয়োজন আছে কিন্তু লোক নেই, নেই মৎস্য চাষিরাও। সরেমিনে ঘুরে কালেক্টরেট চত্তরের মৎস্য সপ্তাহ মেলায় শুক্রবার সারা দিন তেমন একটা মানুষের উপস্থিতির দেখা মিলেনি।
নামপ্রকাশ না করার শর্তে কয়েকজন মৎস্য চাষি বলেন, দেশ উন্নয়নে সরকারের ব্যাপক চিন্তা ভাবনা থাকলেও কিছু কর্মকর্তাদের কারণে তা বাস্তবায়ন হতে প্রশ্নবৃদ্ধ সৃষ্টি হচ্ছে। কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্দ্যোগ রয়েছে। কিন্তু জেলা মৎস্য কর্মকর্তা গোলাম কিবরিয়ার উদাসীনতাকেই দুষছেন মৎস্য চাষিরা। তারা বলছেন সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মৎস্য সপ্তাহ পালনে মৎস্য আবাদকারী চাষী ও সাধারণ মানুষের কল্যাণে কোনো কাজে আসছে না। কাউকে কিছু না জানিয়েই চলছে ব্যানার ফেস্টুন ও প্যান্ডেলের নাটকেই আটকে আছেন মৎস্য সপ্তাহ মেলা। মৎস্য সপ্তাহ’র আয়োজনে চাষী ও সাধারণ মানুষের মধ্যে কোনো রকম সাড়া পড়েনি। খোঁজ নিয়ে জানাগেছে জেলার ছয় উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালনে একই চিত্র দেখা গেছে। এতে নানান প্রশ্ন উঠেছে জেলার সচেতন মহলের মধ্যে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা গোলাম কিবরিয়া সাথে মুঠোই ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, একদিনই তো সব কিছুই সম্ভব হয় না। শুরু হয়েছে আসতে আসতে মানুষের উপস্থিতি বাড়বে। আপনি ঘরে বসে কোনো? চলে আসেন দেখে যান মৎস সপ্তাহ মেলায় লোক আছে কি না বলে কলটি কেটে দেন তিনি।