ভারতকে সহজেই হারিয়ে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি: দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে ১৮ রানে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড।
প্রথমে ব্যাট করে কেন উইলিয়ামসনের ৬৭ ও রস টেইলরের ৭৪ রানের সুবাদে ৫০ ওভার শেষে নিউজিল্যান্ড সংগ্রহ করেছিল ৮ উইকেটে ২৩৯ রান।
রান তাড়ায় কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ ৩০ ওভারে ৯২ রান তুলতে ৬ উইকেট হারালেও রবীন্দ্র জাদেজা( ৭৭) ও এম এস ধোনি’র(৫০) ১১৬ রানের অসাধারণ এক জুটিতে জয়ের খুব কাছে পৌছে গিয়েছিল ভারত। কিন্তু একদম শেষে বোল্ট ও ফার্গুসনের বোলিং তোপে ৩ বল বাকি থাকতেই ভারত অল আউট হয় ২২১ রানে।
১৮ রানে ম্যাচটি জিতে ফাইনালে চলে গেল নিউজিল্যান্ড, বিশ্বকাপ ইতিহাসের সর্বাধিক ৮ বারের সেমিফাইনালিস্ট কিউইদের এটি ২য়বারের মত বিশ্বকাপ ফাইনালে খেলা।
এদিকে সেমিফাইনালে ভারতকে হারিয়ে অসাধারণ এক জয়ের পর সংবাদ সম্মেলনে কথা বলছেন কিউই ক্যাপ্টেন কেন উইলিয়ামসন, জানালেন, ভারতের মত শক্তিশালী দলকে হারাতে সার্মথ্যের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে তার দল। বিশ্বকাপের মত আসরে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠতে পারা নিউজিল্যান্ডের জন্য অসামান্য এক অর্জন!