সরাসরি কৃষকের নিকট হতে ভেড়ামারায় ন্যায্যমূল্যে ধান ক্রয়ের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সরাসরি কৃষকের নিকট হতে ন্যায্যমূল্যে বোরোধান সংগ্রহ (ক্রয়) কর্মসূচী ২য় পর্যায় বুধবার উদ্বোধন করেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আখতারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ,ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ¦ শামিমুল ইসলাম ছানা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আবদুল আলীম স্বপন, কুষ্টিয়ার কৃষি উপ-পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, ভেড়ামারা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ।

বাজারে ধানের দাম নেই। ধান বিক্রয় করে উৎপাদন খরচও উঠছে না। কৃষকের মনে শুধুই হতাশা। ধান উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলছেন তারা। এমন সময় কৃষকদের মাঝে উদ্দীপনা বাড়াতে কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন সরাসরি কৃষকদের সাথে কথা বলে, তাদের কাছ থেকে ধান ক্রয় করলেন। এ সময় তিনি প্রান্তিক কৃষক ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় গ্রামে আনেস আলীর কাছ থেকে ধান ক্রয় করে সংগ্রহ অভিযান’র শুভ উদ্বোধন করেছেন।

এ সময় তিনি ঘোষনা দিয়েছেন, কৃষি বান্ধব বর্তমান সরকার ধান ক্রয়ের জন্য কৃষকদের টাকা দিচ্ছে। এর ১টি টাকাও কোন প্রভাবশালী, কোন রাজনৈতিক নেতা, কোন মধ্যস্বর্ত ভোগীকে নষ্ট করতে দেবো না। সরকার কৃষকদের উন্নয়নে কাজ করছে। বাজারে যেখানে ধানের দাম ৬’শ টাকা মন, সরকার সেখানে দিচ্ছে ১০৪০টাকা। প্রকৃত কৃষকরা যাতে এ সুবিধা গ্রহন করতে পারে তার ব্যাবস্থা গ্রহন করতে ইউএনও, উপজেলা চেয়ারম্যান, মেয়র এবং রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। এর ব্যাতিক্রম হলে কঠোর ব্যবস্থা গ্রহনের হুশিয়ারী দেন জেলা প্রশাসক।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।