সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, জুন ৭, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার সকাল ১০ টা থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে।

এর প্রেক্ষিতে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গসাগর এবং সমুদ্র বন্দর গুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা যাচ্ছে।

গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলার নৌকাসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে থাকতে বলা যাচ্ছে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।