শোকাবহ আগস্ট পালনে মাস ব্যাপী কর্মসূচী ঘোষনা কুষ্টিয়া বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিনিধি : সারা দেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, কুষ্টিয়া শাখা আনুষ্ঠানিক ভাবে শোকাবহ আগস্ট পালনে মাস ব্যাপী কর্মসূচী ঘোষনা করেছে।

শোক স্মরনে নিরবতা পালন এবং দোয়ার মধ্য দিয়ে আগস্টের প্রথম প্রহরেই আদালত চত্বরে ব্যানার ঝুলিয়ে কর্মসূচীর যাত্রা শুরু করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কুষ্টিয়ার সভাপতি সিজেএম কোর্টের হিসার রক্ষক ফজলুর রহমান সাধারণ সম্পাদক জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার আহাম্মেদ রিংকুসহ সকল নেতৃবৃন্দ।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।