শৈলকুপায় সীমানা পিলারসহ ২ জন আটক

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৮:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯
Spread the love

এইচ,এম ইমরান, শৈলকুপা : ঝিনাইদহের শৈলকুপা থেকে সীমানা পিলারসহ ২ পাচারকারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংএ এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস।

তিনি জানান, সীমানা পিলার পাচারের প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে শৈলকুপার বাগুটিয়া গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় সীমানা পিলারসহ কুষ্টিয়ার কুমারখালী এলাকার শাহীন আলম ও ঝিনাইদহের শৈলকুপার বাগুটিয়া এলাকার আব্দুর রাজ্জাককে আটক করা হয়। এ ঘটনায় শৈলকুপা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।