শৈলকুপায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটি বিষয়ক কর্মশালা

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৯
Spread the love

এইচ.এম ইমরান: ঝিনাইদহের শৈলকুপায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটি (এনডিডি) বিষয়ক উপজেলা পর্যায়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড ইউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন। এছাড়াও সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মশালায় অটিজম মাস্টার ট্রেইনার ছিলেন যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক কাউছার আলী।

অনুষ্ঠান পরিচালনা করেন শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।