শৈলকুপায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটি বিষয়ক কর্মশালা
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


এইচ.এম ইমরান: ঝিনাইদহের শৈলকুপায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটি (এনডিডি) বিষয়ক উপজেলা পর্যায়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড ইউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন। এছাড়াও সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মশালায় অটিজম মাস্টার ট্রেইনার ছিলেন যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক কাউছার আলী।
অনুষ্ঠান পরিচালনা করেন শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান।