শিশুহত্যা মামলায় কুষ্টিয়ায় দুই তরুণের ১০বছরের কারাদন্ড
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়া কুমারখালী থানার একটি শিশু হত্যা মামলায় দুই তরুণের ১০ বছর কারাদন্ড ও ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।
রবিবার দুপুর ২টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান জনাকীর্ন আদালতে আসামীদ্বয়ের উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।
দন্ডপ্রাপ্ত আসামীদ্বয় হলেন- কুমারখালী উপজেলার দুর্গাপুর কাজীপাড়া গ্রামের সানা কাজীর ছেলে আলম কাজী ওরফে আশরাফুল(২০) ও আগ্রাকুন্ডা গ্রামের রমজান আলীর ছেলে ছালাম(২১)।
আদালত সূত্রে জানা য়ায়, ২০১১ সালের ২৯ আগষ্ট বিকেলে শিশু আসামীদ্বয় আলম কাজী ও ছালাম সহকর্মী ভিকটিম উপজেলার মির্জাপুর গ্রামের আবু তালেবের ছেলে মিজানুর রহমান(১৩)কে তাঁত কারখানায় কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্গাপুর জামে মসজিদের কাছে শ^াসরোধ করে হত্যা শেষে পুকুরে লাশ ফেলে পালিয়ে যায়। এঘটনায় নিহত শিশু মিজানুরের পিতা আবু তালেব বাদি হয়ে কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১২ সালের ৩১ জানুয়ারী আদালতে অভিযোগ পত্র দাখিল করেন পুলিশ।
কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারী কৌশুলী এ্যাড. আকরাম হোসেন দুলাল জানান, ২০১১ সালে কুমারখালী থানার এই শিশুহত্যা মামলাটির অভিযোগ পত্র দাখিল হলেও আসামীদ্বয় শিশু বয়সী হওয়ায় আইনী জটিলতায় দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়া ঝুলে ছিলো। অবশেষে আদালত দীর্ঘ স্বাক্ষ্য শুনানী করে আসামীদ্বয়ে বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহতীত প্রমানিত হওয়ায় পেনাল কোডের দ:বি: ৩০২ ধারায় শাস্তিযোগ্য এবং আসামীদ্বয়ের অল্প বয়স বিবেচনায় বিজ্ঞ আদালত ১০বছর সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।