শান্তি ফিরেছে মিরপুর উপজেলায় ওসি আবুল কালামের সুদক্ষ নেতৃত্বে
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুরের রক্তাক্ত জনপদ ও গ্রামবাসীদের বিরোধের কারণে অশান্তির দাবানল এলাকায় মানুষের সঙ্গে মানুষের সম্পৃক্ততা সৃষ্টি করে শান্তি ফিরেছে মিরপুর উপজেলায় ওসি আবুল কালামের সুদক্ষ নেতৃত্বে। শান্তির সুবাতাস ফিরে আনতে কাজ করে চলেছেন মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম।
উপজেলার এলাকায় চুরি, ডাকাতি, মাদক, নারী নিযাতন, সংঘাত, দাঙ্গা-হাঙ্গামা, হত্যা, দন্ড, হানা হানি বন্ধ করতে মানুষের সাথে মতবিনিময় করে সুন্দরভাবে বুঝিয়ে এমন যুগান্তকারী পদক্ষেপ নিয়ে চলেছেন(ওসি) আবুল কালাম। তার সুদক্ষ নেতৃত্ব ও আইনশৃঙ্খলা বাহিনীর নানা মুখি কর্মকান্ড’র কারণে উপজেলা এলাকা এখন শাস্তির এলাকা হিসেবে পরিনত হয়েছে। থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনে সফল হওয়ায় বার বার জেলার শ্রেষ্ঠ ওসির স্বিকৃতি পাওয়ার কৃতিত্ব দেখাতে সক্ষম হয়েছেন তিনি। মাদক, সন্ত্রাস ও অপরাধীদের নির্মূলে কাজ করে চলেছেন প্রতিমূহুর্তে। থানায় মামলাকৃত আসামীদের গ্রেফতার করার ক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হন তিনি। বিগত সময়ে এমন সাহসী (ওসি) কখনোই দেখেনি মিরপুর উপজেলাবাসী।
উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ যাতে শান্তিতে ঘুমাতে পারে ও নিজ নিজ এলাকায় সুন্দরভাবে যাতে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করার কাজটিও করে চলেছেন(ওসি) আবুল কালাম। মিরপুরের সন্ত্রাস ও ক্যাডার বাহিনীদের আতংকের নাম এখন (ওসি) আবুল কালাম।
উপজেলার সাধারণ মানুষের সাথে কথা বললে তারা জানান, সাধারণ মানুষ যাতে শান্তিতে ঘুমাতে পারে ও নিজ নিজ এলাকায় সুন্দরভাবে যাতে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করার কাজটিও করে চলেছেন তিনি। চুরি, ডাকাতি, মাদক, নারী নিযাতন,সংঘাত,দাঙ্গা-হাঙ্গামা,হত্যা,দন্ড, হানা হানি যাতে বন্ধ হয় সেই লক্ষে তার সুদক্ষ নেতৃত্ব ও আইনশৃঙ্খলা বাহিনীর নানা মুখি কর্মকান্ড’র মাধ্যমে দূর করার কাজটিও করে চলেছেন এই সাহসী কর্মকর্তা। উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করে সমাজ থেকে অপরাধ দূর করতে নানা মুখি পদক্ষেপ গ্রহণ করে চলেছেন তার এমন সিদ্ধান্ত ও তার বিভিন্ন সামাজিক কর্মকান্ডকে স্বাগতম জানিয়েছেন উপজেলার সচেতন মহল।
মিরপুর মাদক প্রতিরোধ নির্মূল কমিটির যুগ্ম আহবায়ক আলম মন্ডল দ্য বিডি রিপোর্ট কে বলেন,এই উপজেলায় মাদক নির্মূল করতে প্রতিমূহুর্তে কাজ করে চলেছেন তিনি। মানুষ যাতে শান্তিতে ঘুমাতে পারে ও নিজ নিজ এলাকায় সুন্দরভাবে যাতে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করে চলেছেন। মিরপুর উপজেলাবাসী একজন কর্মঠ মানুষকে থানার ওসি হিসেবে পেয়েছে। অপরাধীদের শনাক্ত করতে দ্রুত সক্ষম হন তিনি। এমন সাহসী (ওসি) আমরা কখনোই দেখেনি।
মিরপুর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক নজরুল করিম দ্য বিডি রিপোর্ট কে বলেন,সত্যি আমরা একজন ভালো মানুষকে এই থানার ওসি হিসেবে পেয়েছি। অন্তন্ত খুশি আমরা কর্মঠ মানুষ তিনি। তার কর্মকান্ড প্রশংসিত। খুব দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হন তিনি। উপজেলাবাসীর মানুষের সাথে মানুষের সম্পৃক্ততা সৃষ্টি করেছেন। বিগত সময়ে এটা কখনোই হয়নি। এমন কর্মকান্ড অব্যাহত রাখবেন বলে আশা করছি।