এ বছর বাংলাদেশের হজ¦যাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার৯২৩ জন : সৌদিতে ১৩ হজ¦যাত্রীর মৃত্যু

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৭:১৪ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০১৯
Spread the love

লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক

রাশেদুল ইসলাম বিপ্লব: বাংলাদেশ হজ¦ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ২০ জুলাই, ২০১৯, রাত ১০ টায় প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ জহির আহমেদ এর সভাপতিত্বে হজ¦ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ থেকে আগত হজ¦যাত্রীদের মক্কা, মদিনা ও জেদ্দায় সেবার মান আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও বাংলাদেশ থেকে আগত দ্বিতীয় পর্যায়ের প্রশাসনিক দলের সদস্যবৃন্দকে স্বাগত জানানো হয় এবং তাদের নিজ নিজ দ্বায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ হজ¦ অফিস মক্কার কাউন্সিলর মুহাম্মাদ মাকসুদুর রহমান, মক্কাস্থ মৌসুমী হজ¦ অফিসার, কনসাল (হজ¦), প্রথম ও দ্বিতীয় পর্যায়ের প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতা উপস্থিত ছিলেন। সর্বশেষ ২০ জুলাই, ২০১৯ পর্যন্ত মক্কায় আগত সর্বমোট হজ¦যাত্রী ৬৯ হাজার ৭’শ ৬৭ জন। আগত সরকারি ব্যবস্থাপনার হজ¦যাত্রী সংখ্যা ৪ হাজার ৬০৪ জন, আগত বেসরকারি ব্যবস্থাপনার হজ¦যাত্রী ৬৫ হাজার ১’শ ৬৩ জন। আগত ফ্লাইট সংখ্যা ১৯১ টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৯৯ টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৯২ টি, সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ৯ হাজার ৩৯৩ টি। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ১২ হাজার ৫৫৯ টি। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত চিকিৎসা সেবা সংখ্যা ১২ হাজার ৫৮৪টি। সর্বমোট ইস্যুকৃত ভিসার সংখ্যা ১ লাখ ৬ হাজার ৫১৩ টি। অনলাইনে হেলথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৭১ জন হজ¦যাত্রীর। হারানো লাগেজ সর্বমোট প্রাপ্ত সংখ্যা ৪১১ টি এবং হস্তান্তর করা হয়েছে ৩৬০ টি। এবারে এ পর্যন্ত সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ১৩ জন হজ¦যাত্রী/হাজী। এরমধ্যে পুরুষ-১১, মহিলা-২। মক্কায়-১০ জন, মদিনায়-২ হন, জেদ্দায়-১জন। চাঁদ দেখা সাপেক্ষে ২০১৯ সনের হজ¦ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট, ২০১৯। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ¦ এজেন্সির সংখ্যা ৫৯৮টি। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজ¦যাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। হজ¦

যাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ৪ জুলাই, ২০১৯। হজ¦যাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৫ আগস্ট, ২০১৯। হজ¦যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট, ২০১৯। হজ¦যাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর, ২০১৯। সর্বশেষ মৃত্যু: গত ১৯/০৭/২০১৯ তারিখে বরিশাল জেলার মোঃ আবদুল খালেক (৬৪) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।