
দ্য বিডি রিপোর্ট ডেস্ক: সোমবার থেকে এক সপ্তাহের লকডাউনে শিফটিং ডিউটির মাধ্যমে শিল্প-কলকারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।শনিবার দুপুরে এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউনে যাচ্ছে সরকার। লকডাউন চলাকালে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।
এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে লকডাউনের মধ্যেই শিল্প-কলকারখানা খোলা থাকবে। শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিংয়ের মাধ্যমে তারা কলকারখানায় কাজ করতে পারবে।’
পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।