যে কোন মুল্যে এই কুষ্টিয়া থেকে মাদক নির্মুল করবোই -পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৪:৪৩ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার পৌর এলাকায় আজ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ। পৌর এলাকায় সকল বাড়িওয়ালা ও ভাড়টিয়াদের জেলা পুলিশের নির্ধারিত ফরমে এই তথ্য প্রদান করতে হবে।

এ উপলক্ষে গতকাল শনিবার পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম।

নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ বাস্তবায়নের লক্ষে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করে তিনি বলেন, আপনারা জাতির বিবেক, সমাজের আয়না। এ পর্যন্ত জেলা পুলিশের মাদক, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী অভিযানে গণমাধ্যমের ভুমিকা প্রশংসনীয়। তিনি আরও বলেন, কুষ্টিয়া শহরের প্রতিটি বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য সংগ্রহের জন্য জেলা পুলিশ বিনামুল্যে নির্ধারিত ফরম সরবরাহ করবে। যা ২৩ জুন থেকে ২৯ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী চলবে। এরপরেও অনেকে এই ফরম থানা থেকে সংগ্রহ করতে পারবেন। জঙ্গী ও অপরাধ দমনের লক্ষ্যে প্রতিটি ভাড়াটিয়ার সকল তথ্য পুলিশের কাছে থাকবে।
তিনি আরও বলেন, ছিনতাইকারীর অবস্থান পর্যবেক্ষণ চলছে। আমি বিশ্বাস করি, পুলিশ অপরাধীকে প্রশ্রয় না দিলে অপরাধ থাকার কথা নয়। আমি আমার পুলিশে এবং বাইরে শুদ্ধি অভিযান অব্যাহত রেখেছি। যে কোন মুল্যে এই জেলা থেকে মাদক নির্মুল করবোই।


বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মিলন উল্লাহ, দৈনিক মুক্তমঞ্চের সম্পাদক চৌধুরী মুরশেদ আলম মধু, উইমেন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আফরোজা আক্তার ডিউ প্রমূখ।


এ সময় উপস্থিত ছিলেন, এএসপি সার্কেল ফারজানা, ডিআই-১ আসাদুজ্জামান, কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন, টিআই ফকরুল ইসলাম প্রমূখ।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।