মোটর সাইকেল চালকদের সচেতন করতে মেহেরপুরে হেলমেট বিতরণ

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯
Spread the love

সোমবার বেলা ১২ দিকে শহরের কলেজমোড়ে মোটরসাইকেল চালকদের কাগজপত্র পর্যবেক্ষণ করে তাদের মাঝে হেলমেট বিতরণ করেন পুলিশ সুপার এস.এম মুরাদ আলী।

মেহেরপুর প্রতিনিধি: মোটরসাইকেল চালকদের সচেতন করতে মেহেরপুরে হেলমেট বিতরণ করেছে জেলা পুলিশ। সোমবার বেলা ১২ দিকে শহরের কলেজমোড়ে মোটরসাইকেল চালকদের কাগজপত্র পর্যবেক্ষণ করে তাদের মাঝে হেলমেট বিতরণ করেন পুলিশ সুপার এস.এম মুরাদ আলী। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক ইনচার্জ ইসমাইল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারাসহ পুলিশের কর্মকর্তাবৃন্দ।

এ সময় পুলিশ সুপার এস.এম মুরাদ আলী বলেন- হেলমেট বিতরণের মাধ্যমে মোটরসাইকেল চালকদের সচেতন করা হচ্ছে। যাতে তারা কাগজপত্র ও হেলমেট বিহীন মোরসাইকেল না চালায়। পাশপাশি ‘অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ’ এমন বার্তা দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।