মেহেরপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ অনুষ্ঠিত

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৯
Spread the love

মেহেরপুর প্রতিনিধি: গ্যাস সহ সব ধরণের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

বুধবার সকাল ১০ টায় জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে ওই সমাবেশ করা হয়।

সমাবেশে মাসুদ অরুন বলেন- কালো টাকা ও ঋণ খেলাপীদের স্বার্থ রক্ষাকারী এই বাজেট অপশাসনকেই দীর্ঘায়িত করবে। তিনি আরো বলেন এতে ধনী-গরীবের বৈষম্য বাড়বে। অবিলম্বে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবী জানান তিনি।

মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপি’র সাধারনণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ বিশ্বাস প্রমুখ।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।