শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের “বীর উত্তম” খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে
মেহেরপুর জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

মেহেরপুর প্রতিনিধি:আজ শনিবার মেহেরপুর জেলা বিএনপির উদ্দ্যোগে সকাল ১০টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের “বীর উত্তম” খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, আনছারুল হক, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।
বক্তব্যে মাসুদ অরুন বলেন যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মাফিয়াচক্র কালো টাকার মালিক লুটেরা চক্র দেশ পরিচালনা করছে। তাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির শুভক্ষনে বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত প্রমান করে ভোটার বিহীন সরকার আধিপত্যবাদের কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বন্ধক রাখতে চাই।