মেহেরপুর জেলাতে প্রায় দুই লাখ শিশু-কিশোর রয়েছে মাত্র ২ জন শিশু চিকিৎসক
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


মুহম্মদ মহসীন: মেহেরপুরের সাধারন রুগীরা চিকিৎসা সেবায় পিছিয়ে আছেন কাহিনীটা দির্ঘদিনের। জেলাটিতে রাজনৈতিক কর্মকান্ড, কারো ভাগ্যের সফলতা,অবকাঠামো উন্নয়ন দাবী করা গেলেও, চিকিৎসা ব্যবস্থায় ঘাড় সোজা অনেক ক্ষেত্রেই করতে পারেনা। যে কারনে প্রতিদিনই শত শত রুগী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মেহেরপুরের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা হারিয়ে কুষ্টিয়া, রাজশাহী, ঢাকা ও ভারত মুখি হন।
অন্যদিকে পায় দুই লাখ শিশু কিশোরের চিকিৎসার জন্য মাত্র ২ জন চিকিৎসক বিষয়টি বেদনা দায়ক ও হতাসা জনক বলে মনে করেন সুশীল সমাজ। এ বিষয়ে এক অনুসন্ধানীতে জানাগেছে মেহেরপুর ২৫০ শয্যা সরকারী জেনারেল হাসপাতালে শিশু চিকিৎসক ওবায়দুল ইসলাম পলাশ, অন্যদিকে এহসানুল কবির শিশু চিকিৎসা দিয়ে থাবেন। মেহেরপুরের শিশু- কিশোরদের অভিভাবকরা মনে করেন প্রজন্মদের জন্য চিকিৎসা ব্যবস্থায় অবশ্যই পরিবর্তন আনতে হবে,এবং শিশু চিকিৎসক হাসপাতাল গুলোতে বাড়াতে হবে এটা আজ এবং সময়ের দাবী।
বিষয়টি নিয়ে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এর শিশু চিকিৎসক ওবায়দুল ইসলাম পলাশ এই প্রতিবেদক কে বলেন সাধ্যমত চিকিৎসা দিয়ে থাকি, তিনি আরো বলেন চিকিৎসা সেবার মানুষ হিসাবে চাপ অনুভব করি তবে কর্মক্ষেতে বিরক্ত হইনা, কেননা দায়বদ্ধতা নিয়ে আমাদের চিকিৎসা সেবা দিতে হয়।