মেহেরপুরে শুরু হয়েছে মশক নিধন অভিযান
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


মেহেরপুর প্রতিনিধি : ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে মেহেরপুরে শুরু হয়েছে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছনতা অভিযান। সোমবার দুপুরে মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে মশা নিধনের ওষুধ স্প্রেরের মাধ্যমে মশক নিধন কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
এ সময় বিদ্যালয়ের ছাত্রীদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হয়। পরে বিদ্যালয়ের আঙ্গিনায় মশক নিধনের ওষুধ স্প্রে করা হয়। পর্যায়ক্রমে পৌর এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় এ ওষুধ স্প্রে করা হবে বলে জানান পৌর মেয়র।
পৌর মেয়র বলেন, কোনভাবেই যাতে এডিস মশা এ এলাকায় বংশ বিস্তার করতে না পারে সে লক্ষে সজাগ তারা। এছাড়াও প্রতিটি পাড়া-মহল্লায় বাড়ির আঙ্গিনা পরিষ্কারের জন্য সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে বিভিন্নœ কর্মসূচী হাতে নেওয়া হবে বলেও জানান তিনি। পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিছুজ্জামানসহ পৌর কাউন্সিলরবৃন্দ এসময় সেখানে উপস্থিত ছিলেন।
- আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
- কুষ্টিয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষককে হত্যার হুমকি
- কুষ্টিয়ায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি
- কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস তৈরীর কারখানা আবিষ্কার