মেহেরপুরে শিশু অধিকার কি সুরক্ষিত?

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, জুন ১১, ২০১৯
Spread the love

মুহম্মদ মহসীন: আমরা শিশুদের জন্য/ শিক্ষা স্বাস্থ্য পরিবেশে হবে যে অনন্য, মেহেরপুরের আদিত্য আলো সাহিত্যিক ফজলুল হক সিদ্দিকীর উক্ত কবিতার ভাবনা গুলো কি সমাজের সব ক্ষেত্রে সব শিশুদের জন্য বাস্তবায়িত হচ্ছে? সারা দেশের মতোই মেহেরপুরে শিশু ধর্ষন,শিশু নির্যাতন,শিশু শ্রম এর মত ঘটনার ধারাবাহিকতার সংবাদচিত্র মাঝে মধ্যেই পত্র পত্রিকায় প্রকাশিত হয়ে থাকে।

অন্যদিকে শিশু শ্রম আইনকে তোয়াক্কা না করে এক শ্রেণীর গৃহকর্তা,ব্যবসায়ী,বে সরকারী প্রতিষ্ঠান, পরিবহন সেক্টর,বিভিন্ন মিস্ত্রীর দোকানে হেলপার হিসাবে নাম মাত্র শ্রমমূল্যে শিশুদের শক্ত ও ভারি কাজে সম্পৃক্ত করা হয়। এ ছাড়াও হরিজন সম্প্রদায়ের শিশুরাও শিশু শ্রমের মধ্যে জড়িয়ে পড়ছে। জেলাটিতে শিশু শ্রমরোধে সমাজিক ও রাজনৈতিক নীতি মালার জন্ম হলেও মাঠ পর্যয়ে বাস্তবায়ন হচ্ছে কি? উত্তরহীন প্রশ্ন যুগ ও যুগের।

এ বিষয়ে মানব উন্নয়ন কেন্দ্র মউক এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সেলিম এই প্রতিবেদক কে বলেন, আমরা শিশু অধিকার রক্ষাতে মাঠ পর্যয়ে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছি, কেননা মউক দায়িত্ববোধ নিয়েই মনে করে শিশুদের সুরক্ষা মানেই আগামির বিশ্বটা হবে শিশু অধিকারর অধ্যায়। তিনি আরো বলেন আমরা শিশু অধিকার দল নিয়ে বিভিন্ন ভাবে সামাজিক কাজ করে যাচ্ছি, যেমন শিশু পাচার রোধ,শিশু শ্রম,শিশু ধর্ষন,শিশু সুরক্ষা,শিশু নির্যাতন,শিশু ভকেশনাল ট্রেনিং,শিশু হ্যান্ডি ক্যপ সহ শিশুদের অধিকার রক্ষাতে কাজ করে আমরা এগিয়ে যাচ্ছি আগামি প্রজন্মের জন্য।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।