মেহেরপুরে রাস্তার গাছে পেরেক ঠুকে সস্তা বিজ্ঞাপন সচেতন ব্যক্তিদের কাছে যেটা পীড়াদায়ক!
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


মুহম্মদ মহসীন: মেহেরপুরের বিভিন্ন সড়কের বিভিন্ন স্বাস্থ্যবান গাছ মানেই পেরেক মারো বিজ্ঞাপন দাও এই নীতি সংস্কৃতি দিনকে দিন ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ছে জেলাটির সর্বত্র জীবন্ত সব হাজারো গাছে গাছে। এসব নিয়ে স্থানিয় পরিবেশ বাদীদের যেমন কোন প্রতিবাদ নেই, সড়ক সংস্থা গুলোও তাদের গাছ ও সম্পদ রক্ষাতে নেন না প্রয়োজনিয় ব্যাবস্থা। এই সমস্ত সাইন বোর্ড ( বিজ্ঞাপন) ভোগিদের হাত থেকে অত্যাচারিত মৃত গাছ গুলোও রক্ষা পাইনা। পেরেক ঠুকে গাছে বিজ্ঞাপন লাগানো আইনত দন্ডনিয় অপরাধ, আদালত এর রায়টি রাষ্ট্রিয় ভাবে চালু থাকলেও এর কার্যকারিতা কোন ভাবেই বাস্তবায়িত হয়না।
এ বিষয়ে এক অনুসন্ধানীতে দেখা গেছে মেহেরপুর- কুষ্টিয়া, মেহেরপুর -চুয়াডাঙ্গা,মেহেরপুর -মুজিব নগর, মেহেরপুর- মহজোনপুর, মেহেরপুর -কাথুলী সড়ক গুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের সহজ মাধ্যম হিসাবে রাষ্ট্রিয় সম্পদ ও প্রকৃতির বন্ধু গাছ গুলোকে জীবন্ত ক্ষত করে পেরেক মেরে অনেক ক্ষেত্রে হত্যা হরা হচ্ছে।
অনুসন্ধানীতে সব চাইতে আয়ুরবেদী,ক্লিনিক,শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও চিকিৎসকদের সাইনবোর্ড বেশি ব্যাবহার করে থাকে। পেরেক পন্থা কি গাছের সাথে অমানবিকতা নয়? এমন এক প্রশ্নের জবাবে, সিনিয়র সাংবাদিক ও প্রেস ক্লাব এর সাবেক সাধারন সম্পাদক রফিকুল আলম এই প্রতিবেদক কে বলেন এই সমস্ত কাজে যারা বা যে সব প্রতিষ্ঠান দায়ী তাদের সাইন বোর্ড থেকে নামের তালিকা করে অবশ্যই পরিবেশের বন্ধু গাছ পরিকল্পিত হত্যার দায়ে আইনি কোন ব্যাবস্থা থাকলে তা গ্রহন করতে পারেন স্থানিয় প্রশাসন।