মেহেরপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯
Spread the love

মেহেরপুর প্রতিনিধি: অবরুদ্ধ গনতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম জিয়ার মুক্তির সংগ্রাম হোক- এই শ্লোগানে বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে মেহেরপুর জেলা বিএনপি। রবিবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ উপলক্ষে এক সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ, সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, ইলিয়াস হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। দলীয় সংগীতের মাধ্যমে সমাবেশের শুরু করা হয়। সমাবেশে বক্তারা বলেন- জনগনের অধিকার রক্ষার জন্য কাজ করে বিএনপি। এই অধিকার পনরুদ্ধারে বিএনপি আবার ঘুরে দাড়াবে।

এছাড়াও খালেদা জিয়ার মুক্তি সংগ্রামেও বিএনপির সকল নেতাকর্মীদের সোচ্চার থাকার আহবান জানান তারা। লাল সবুজের পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহন করেন।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।