মেহেরপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


মেহেরপুর প্রতিনিধি: অবরুদ্ধ গনতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম জিয়ার মুক্তির সংগ্রাম হোক- এই শ্লোগানে বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে মেহেরপুর জেলা বিএনপি। রবিবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ উপলক্ষে এক সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ, সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, ইলিয়াস হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। দলীয় সংগীতের মাধ্যমে সমাবেশের শুরু করা হয়। সমাবেশে বক্তারা বলেন- জনগনের অধিকার রক্ষার জন্য কাজ করে বিএনপি। এই অধিকার পনরুদ্ধারে বিএনপি আবার ঘুরে দাড়াবে।
এছাড়াও খালেদা জিয়ার মুক্তি সংগ্রামেও বিএনপির সকল নেতাকর্মীদের সোচ্চার থাকার আহবান জানান তারা। লাল সবুজের পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহন করেন।
- আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
- কুষ্টিয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষককে হত্যার হুমকি
- কুষ্টিয়ায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি
- কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস তৈরীর কারখানা আবিষ্কার