মেহেরপুরে ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের দরবেশপুর বাজার থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হচ্ছে- পাবনা জেলার শানকদিয়া গ্রামের নাসিরউদ্দিন (২৫) ও মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের রাশেদ আলী ওরফে ইতি (৪০)।
ডিবি সূত্রে জানা গেছে, নতুন দরবেশপুর মাদ্রাসা বাজারে প্রধান সড়কের উপরে ফেনসিডিল নিয়ে নাসির ও ইতি বিক্রির জন্য অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ১০০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে তাদেরকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশের এই অভিযান দলটি।
অভিযানের নেতৃত্ব দানকারী ডিবির এসআই মেজবাহুর দারাইন বলেন, আটককৃত দু জনের নামে মামলাসহ সদর থানায় সোপর্দ করা হয়েছে। আজ সোমবার এই মামলার আসামি হিসেবে তাদেরকে আদালতে সোপর্দ করবে সদর থানা।