মেহেরপুরে প্রেসক্রিপশনের ওষুধ বদলে দিচ্ছে কিছু ফার্মেসী, অভিযোগ ক্রেতা সাধারণের।
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


মুহম্মদ মহসীন: মেহেরপুর জেলাতে কিছু অসাধু ওষুধ ব্যবসায়ী ওষুধ ব্যবসার সুনাম ও জবাবদিহিতা নষ্ট করতে অতিকুট কৌশলে চিকিৎসকের প্রেসক্রিপশনের ওষুধ বদলে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে এক অনুসন্ধানীতে দেখা গেছে জেলাটিতে শিক্ষার হার ৫৩ দশমিক ৬ শতাংশ, যে কারনে সাধারন গরীব রুগীদের শিক্ষার অভাব এবং ইংরেজী না পড়তে পারাতে অনেক অসাধু ফার্মেসী ব্যবসায়ী ওষুধে অতি মুনাফা করতে সুযোগ গুলোকে কাজে লাগিয়ে, ক্রেতাদের সাথে মানহীন ব্যবসা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে শিক্ষিত ক্রেতারাও প্রেসক্রিশন বুঝে ওষুধ চাইলে, এক শ্রেণীর ওষুধ ব্যবসায়ীরা বলে থাকেন সমস্যা নেই উক্ত কোম্পানীর ওষুধ ভালো, সুতরাং দোকানির কথাতে আস্থা রেখই মানহীন ওষুধ সেবন করে থাকেন। এতে সাধারন রুগীদের বাড়ছে চিকিৎসা ব্যয়, কমছেনা রোগ,আক্রান্ত হচ্ছে আরো জটিল রোগে।
বিষয়টি নিয়ে সিনিয়র সাংবাদিক, খন্দকার একরামুল হক পলাশ মনে করেন ওষুধ ব্যবসায় সচ্চতা না থাকলে,এবং প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন না করলে অনেক ক্রেত্রে মৃত্যুর ঝুকি এড়িয়ে যাওয়া যায়না, তিনি আরো মনে করেন ওষুধ প্রশাসনের এই অভিযোগটি অবশ্যই নজরে আনতে হবে।
এদিকে মেহেরপুর ক্যামিষ্ট এন্ড ড্যাগিষ্টিট সমিতির সাধারন সম্পাদক মনে করেন এমন ব্যবসার সাথে কেউ সম্পৃক্ত থাকলে, এবং নিদৃষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্তা নেওয়া হবে, তিনি আরো মনে করেন ওষুধ পাল্ঠিয়ে দেয়া এক জঘন্য অপরাধ।