মেহেরপুরে প্রায় পৌনে ১০০ তৃতীয় লিঙ্গের মানুষ মানবিকতা যাদের বেঁচে থাকবার সহায়ক

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৯
Spread the love

মুহম্মদ মহসীন: ভাগ্যের যোগ ফলটা মানুষকে মানতে হয় সেটা আজন্ম কাল থেকেই,এ যেন বিধির বিধি বিধি বিধান গ্রহন করাটাই এক মাত্র পথ। ইচ্ছা করলেই ইচ্ছাকে পুঁজি বাস্তবতাটাকে পর করে জীবনের চাহিদা গুলোকে আয় বলে ঘরে নেওয়া যায়না। তবুও মানুষ স্বপ্ন দেখে বেঁচে থাকবার জন্য নিজ পরিবার ও সমাজে। কিন্ত হিজড়াদের( তৃতীয় লিঙ্গ) মানুষ গুলো সে অধ্যায়টাকেও ছুঁয়ে দেখতে পারেনা,কেননা সমাজ ব্যবস্থায় তারা অনেকেই হয়ে পড়ে একাকী।

এ বিষয়ে ২০১৩ সালের এহ অনুসন্ধানীতে দেখা গেছে মেহেরপুর সদর উপজেলাতে ৪০ জন হিজড়া( তৃতীয় লিঙ্গ) মানুষের বসবাস। এর মধ্যে এরা সরাসরি গুরুমা সীমা হিজড়া (তৃতীয় লিঙ্গ) নিয়ন্ত্রনে থাকে ১৫ জন আর ২৫ জন তাদের স্ব-স্ব পরিবারের কাছে থাকে। মুজিব নগর উপজেলাতে ১৫ জন হিজড়া ( তৃতীয় লিঙ্গ) এরা দলের সাথে থাকে ৭ জন আর পরিবারের সাথে থাকে ৮ জন।

গাংনী উপজেলাতে ৯ জন হিজড়া( তৃতীয় লিঙ্গ) এদের মধ্যে গুরুমা মালেকার কাছে থাকে ৮ জন আর পরিবারের কাছে থাকে ১ জন।

এদের বিষয়ে আরো তথ্য অনুসন্ধানীতে দেখা গেছে হিজড়া (তৃতীয় লিঙ্গ) জন গোষ্ঠির মধ্যে শিক্ষার হার দারুন ভাবে কম,এদের স্থাস্থ্য সেবা ক্ষেত্রটি অত্যান্ত নাজুক, স্বৃকৃত ও দলবদ্ধ হিজড়া
( তৃতীয় লিঙ্গ) এরা অধিকাংশ দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের সদস্য, এরা আইনি অধিকার নিতে সেই ভাবে এগিয়ে আসেনা। এ বিষয়ে সমাজের সচেতন ব্যক্তিরা মনে করেন সমাজে হিজড়া (তৃতীয় লিঙ্গ) মানুষদের প্রতি দৃষ্টিভঙ্গীর অবশ্যয় পরিবর্তন হওয়া দরকার।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।