মেহেরপুরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি (ভিডিওসহ)

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯
Spread the love

মেহেরপুর প্রতিনিধি: সরকারি কোষাগার হতে বেতন ভাতার দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে মেহেরপুরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকাল ৯ টা থেকে শুরু হওয়া এ কর্মসুচি চলবে বিকেল ৫ টা পর্যন্ত। পৌরসভার সামনে অবস্থান নিয়ে সমাবেশ করছেন তারা।

সভাপতিত্ব করেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের মেহেরপুর জেলা সভাপতি তৌফিকুল আলম। বক্তব্য রাখনে সাধারন সম্পাদক সানোয়ার হাসান দিপুসহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় পৌরসভার সব কার্যক্রম বন্ধ থাকে। ফলে কাজ করতে এসে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

এ সময় তারা বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ১২ থেকে ১৮ মাস পর্যন্ত বেতন বন্ধ থাকে। এতে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদের। এর আগের আন্দোলনে সরকারের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। আজ অবস্থান কর্মসূচী, আগামীকাল প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করা হবে। দাবি মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচীর ঘোষণাও দেবেন তারা।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।