মেহেরপুরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৯
Spread the love

মেহেরপুর প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী। দিবসটি উদ্যাপন উপলক্ষে বৃহ:বার সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡র থেকে একটি শোক র‌্যালি বের করা হয়।

র‌্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক আতাউল গনি। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। পুলিশ সুপার এস.এম মুরাদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেকসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ র‌্যালিতে অংশ নেন। র‌্যালি শেষে শহীদ ড. সামসুজ্জোহা পার্কে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন তারা।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।