মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিনিধি: মেহেরপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের অভিযানে গাজাসহ উজ্জ্বল (২৮) ও মোঃ ইউনুস (২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে মেহেরপুর পৌর কলেজের সামনে হতে আটক করে ।

ডিবি পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার ২৩ জুলাই মেহেরপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ( পিপিএম বার) এর নির্দেশে মাদক বিরোধী অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানাধীন পৌর কলেজের সামনে থেকে বিকাল সাড়ে ৪ টার দিকে অভিযান পরিচালনা করে । এসময় মেহেরপুর মন্ডল পাড়ার মৃত টুকু শেখের ছেলে মোঃ উজ্জ্বল ও একই এলাকার মোশারফ এর ছেলে ইউনুসকে ২০০ গ্রাম গাজাসহ আটক। এ বিষয়ে নিয়মিত মামলা মামলা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।