মেহেরপুরে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জুন ২০, ২০১৯
Spread the love

মেহেরপুর প্রতিনিধি : “উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে জনগনকে অবহিত এবং সম্পৃক্তকরণের লক্ষে মেহেরপুরে প্রেস ব্রিফিং করেছে জেলা তথ্য অফিস।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি।

জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার গ্রামকে শহরের মত সুযোগ সুবিধা তৈরির চেষ্টা করছে, দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের নিশ্চয়তা, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ ভিশন ২০২১ বাস্তবায়ন করার লক্ষে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা ও লেখনির মাধ্যমে জনগনের সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিন। অনুষ্ঠানে জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।