মেহেরপুরে ওষুধের বাজারে পড়েছে বাজেটের প্রভাব ওষুধের প্রতি পিচ দাম বেড়েছে ১ থেকে ২ টাকা

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৯
Spread the love

মুহম্মদ মহসীন: ১৯ ও২০ সালের বাজেট এর প্রভাব সারা দেশের মত মেহেরপুরের বাজার গুলোতেও পড়তে শুরু করেছে। মুদি দোকান থেকে কাচা বাজার, জুতা সেন্ডেল থেকে কাপড়ের দোকান, ফাষ্ট ফুড থেকে প্রসাধনীর দোকানে কোথাও বাদ পড়েনি। অন্যদিকে জীবনের প্রয়জোনে ওষুধ এর বাজেরেও ব্যাবক ভাবে মূল্য বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে সাধারন ক্রেতাদের যেমন অভিযোগ রয়েছে তেমনি ফার্মেসী মালিকদের সাফ কথা কোম্পানী দাম বাড়ালে কিছুই করার নেই তাদের।

এদিকে এক অনুসন্ধানীতে দেখা গেছে খুচরা বাজারে প্রতি ওষুধে ১ টাকা ও উচ্চরক্ত চাপ রোধে ওষুধের মূল্য কেউ কেউ ২ টাকাও বেসি রাখছে। তথ্য অনুসন্ধানীতে আরো জানা গেছে। বেক্সিমকো, স্কায়ার, অপসোনিন,ইনসেপ্টা,এরিস্টো ফার্মা, এস কে এফ,রেনেটা সহ আরো কয়েকটা ওষুধ কোম্পানীর ওষুধ দাম বেড়েছে। যেমন এলজিন আগে ছিলো ৫ টাকা এখন চলতি বাজারে ৭ টাকা প্রতি পিচ, বাইজোরান দাম ছিলো ১০ টিকা ১২ টাকা,ফিনিক্সের দাম ছিলো ৫ টাকা এখন ৭ টাকা অমিডনের দাম ছিলো ২ টাকা এখন ৩ টাকা, মোটিগাট এর দাম ছিলো আড়ায় টাকা এখন সাড়ে তিন টাকা, মোটিগাট সিরাপ ছিলো ৩৫ টাকা এখন ৪০ টাকা,এ্যালজিন ইনজেকশন ২৫ টাকা ছিলো এখন ৩৫ টাকা, রুপা ট্যাবলেট ১০ টাকা থেকে ১২ টাকা, টোফেন সিরাপ ৫৫ টাকা থেকে ৬৫ টাকা, ক্যালনর( ৫/২০) ট্যাবলেট ১০ থেকে১২ টাকা, এছাড়াও অনেক ওষুধ এর দাম এরই মধ্যে বেড়ে গেছে যার সত্যতা মিলেছে অনুসন্ধীনীতে।

এ বিষয়ে মেহেরপুর ওষুধ ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে সাধারন সম্পাদক আব্দুল লতিব এই প্রতিবেদক কে বলেন একটু নয় অনেক খানিই দাম বেড়েছে ওষুধ বাজারে ওষুধ এর দাম।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।