মেহেরপুরে এন জি ও গুলো কি চক্রবৃদ্ধি হারে সুখ কাড়ছে ঋন গ্রহিতাদের?
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


মুহম্মদ মহসীন: ক্ষুদ্র ঋণের সাপ লুডু খেলাতে অর্থনীতির নির্ভরতায় নয়, দারিদ্রতার দাবানলে পুড়ছে মেহেরপুরের কয়েক লাখ মানুষের জীবন। সুদ ব্যবসায়ী এন জি ও গুলো বছরে প্রায় ১০০ কোটি টাকার ঋন কার্যক্রম পরিচালনা করে থাকেন মেহেরপুরে অতি দরিদ্রদের মাঝে।
জেলাটিতে প্রায় ৪৩ টি নিবন্ধিত এন জি ও এর মধ্যে ২৬ টি এন জি ও মাঠ পর্যয়ে ক্ষুদ্র ঋণ ব্যবস্থার নামে কুট কৌশলে চক্র বৃদ্ধি হারে সুখ কাড়ছে ঋন গ্রহিতাদের।এই সমস্ত এন জি ও গুলো ঋনের সুদের হার নাম মাত্র ঘোষনা দিয়ে ৩৫ থেকে কোন কোন ক্ষেত্রে ৬০ ভাগ সুদ কোষে থাকেন, এ ছাড়াও মিথ্যা প্রকল্পের নাটক সাজিয়ে সাধরণ মানুষদের অতি উৎসাহিত করে ঋণের যাঁদুতে নজর বন্দি করে বলে অভিযোগ রয়েছে।
এদিকে এন জি ও সংস্থা গুলো মাঝে মধ্যেই ঋন খেলাপিদের নামে মামলা দিয়ে জীবন সংগ্রামে হেরে যাওয়া মানুষ গুলোকে নিয়ে নানা মত নানা পথ দেখিয়ে অর্থনৈতিক ভাবে পঙ্গু থেকে আরো পঙ্গু করার যোগ অংক কোষে থাকেন।
এ বিষয়ে গবেষক ও সাংবাদিক আতাউর রহমান এই প্রতিবেদক কে বলেন ক্ষুদ্র ঋণের কিস্তির মেয়াদ আরো বাড়ানো দরকার এবং ঋণ গ্রহিতাদের ঋন দেবার পর কম পক্ষে ৩ মাস পর কিস্তির কার্যক্রম চালু হলে,ঋন গ্রহিতা তার টাকা গুলো বিভিন্ন ব্যবসাতে খাটিয়ে অর্থ লাভের সময় খুঁজে পাবে। তিনি আরো বলেন সত্যিকার ভাবে রাজনীতি বিদদের দরিদ্রের ভাগ্য উন্নয়নে মহা পরিকল্পনা করতে হবে।