মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


মেহেরপুর প্রতিনিধি: নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে আর্šÍজাতিক সাক্ষরতা দিবস। “বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা” এই প্রতিপাদ্যে আজ সকাল সাড়ে ১১ টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আতাউল গনি।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিঙ্গান বিভাগের সহযোগি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন সহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ছাত্রীরা র্যালিতে অংশগ্রহন করে।
পরে জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও উপনুষ্টানিক শিক্ষা ব্যুরো।