মেহেরপুরে আত্মহত্যার প্রবনতা বাড়ছে, রাগ ক্ষোভের সমাধানে খুঁজছে কেউ মৃত্যুর পথ!

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০১৯
বাড়ছে আত্মহত্যার প্রবণতা
Spread the love

মুহম্মদ মহসীন: রাগ ক্ষোভ, শশুর বাড়ার নির্যাতন,যৌতুকের দাবী,আর নিজেস্ব চিন্তা কে পরিবারের না মেনে নেয়াতে মেহেরপুর জেলাতে মাঝে মধ্যেই অপঃমৃত্যুর অনাকাঙ্খিত ঘটনা ঘোটে চলেছে। এই সমস্ত মৃত্যুতে পরিবার হারাচ্ছে যেমন আপনজন,তেমনি সমাজের বাতাসে ছড়াচ্ছে মানসিক যুব সম্প্রদয়ের মাঝে মৃত্যুর উৎসহ। এ বিষয়ে ধর্মীয় চিন্তাধারকরা বলছে ধর্মীয় চেতনাবোধ ছড়াতে হবে সমাজে,সেই সাথে পরিবার গুলোকে আরো দায়িত্বশীলতা দেখাতে হবে সন্তানদের প্রতি।

অন্যদিকে মৌন চিকিৎসকরা ধর্মীয় চিন্তাশীলদের কথা উড়িয়ে না দিয়ে বলছে সন্তানদের মনো কষ্ট কি এবং তাদের নিজেস্ব ভাবনা গুলোর সাথে পারিবারিক ভাবে আলোচনা করাটায় শ্রেয়।

এ বিষয়ে এক অনুসন্ধানীতে জানা গেছে ২৪ জুন১৯ গাংনীর মালসাদহ গ্রামে জাহিদুল ২১,পছন্দের মেয়েকে বিয়ে না দেয়াতে আত্মহত্যা করছে,১৮ জুন ১৯ সদর উপজেলা আমঝুপি গ্রামের উত্তর পাড়ার চিন্তা২৫ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এই আত্মহত্যার ঘটনায় একটি মামলা হয়েছে, গাংনী উপজেলা মষি খোলাতে স্বামী বদরুলের গৃহে তার ১০ বছরের বিবাহিত জীবনের এক সন্তানের মা উর্মি খাতুন বয়স ২৭ গত ২৮ জুন ১৯আত্মহত্যা করেছে বিষ পানে, এ আত্মহত্যা নিয়ে বদরুলের শশুর কুলের অভিযোগ তাদের মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। ১৯ শে মে ১৯ আমঝুপি হিজুলি গ্রামের হাসেম এর মেয়ে যৌতুক এর রোসানলে পড়ে সাধের জীবনের সাথে আড়ি করে ভাগ্যটাকে অনিরাপদ মনে করে আত্মহত্যা করেছে (অসমাপ্ত)

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।