মেহেরপুরে অসহায় গরিবদের জন্য ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৯
Spread the love

স্বেচ্ছাসেবী সংগঠন মেহেরপুর সদর উপজেলার কোলা জ্ঞান অন্বেষন ও সমাজ সেবা পাঠাগারের উদ্যোগে এলাকার অসহায় গরিব রোগিদের জন্য ফ্রি-মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়

মেহেরপুর প্রতিনিধি: স্বেচ্ছাসেবী সংগঠন মেহেরপুর সদর উপজেলার কোলা জ্ঞান অন্বেষন ও সমাজ সেবা পাঠাগারের উদ্যোগে এলাকার অসহায় গরিব রোগিদের জন্য ফ্রি-মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

শুক্রবার দিনব্যাপি এ মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান করেন জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক (অবসর) ডা. এম এ বাসার ও নিউ হেল্থ কেয়ারের ডা. ইউসুফ হোসাইন।

এসময় সংগঠনের সভাপতি ডা. কাজি শাজিদুর রহমান, সহসভাপতি আব্দুল আলিম, প্রচার সম্পাদক রাশেদুজ্জামান সহ সংগঠনের সদস্যারা ও স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এ দিন এলাকার প্রায় দু’শতাধিক রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।