মেহেরপুরের সাংবাদিক মিজানুর রহমান নিজেই যেন একজন সংবাদের বৃত্তান্ত

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৯
Spread the love

মুহম্মদ মহসীন: ইচ্ছার সাথে যখন চেষ্টাটা হয়ে যায় সম্পৃক্ত,স্বপ্নটা তখন একান্তে বন্দি। মেহেরপুরের সাংবাদিক মোঃ মিজানুর রহমান কে চেনে যেমন গ্রামের শত বয়সি বৃদ্ধ আর শহরের শিশু- কিশোর,যুবক, রাজনৈতিক নেতা কর্মী,সাধারন মানুষ,অফিসের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক সহ যোদ্ধাদের তিনি এক আস্থার মানুষ। একটি মাত্র ফোন, তাহলেই একটি ক্যামেরা,একটি ব্যাগ, ও একটি সাংবাদিক এর হাজির হবার দৃশ্য। এমনি সাংবাদিকতা জীবন নিয়ে ৩৪ বছর মেহেরপুরের উন্নয়ন ভাবনাতে কাজ করে যাচ্ছেন সবার প্রিয় ব্যক্তি বা ব্যক্তিত্ব মিজানুর রহমান।

তিনি সাংবাদিক জীবনে বিভিন্ন সংগঠনের কাছে হয়েছেন মূল্যায়িত,ঘরে তুলেছেন মাদার তেরেসা,লেনসন ম্যান্ডেলা,সম্পৃক্তা সাহিত্য সংগঠনের ক্রেষ্ট সহ কুষ্টিয়া ও স্থানিয় ভাবে অনেক পুরুষ্কার। অন্যদিকে তিনি যেমন কলম চালাতে দক্ষ তেমনি প্যারেড এর মাঠে,খেলার ধারাভাষ্যে,অনলাইন এর টকশোতে, ও প্রতিযোগিতার বিচারক আসনে নিজেকে যোগ্যময় হিসাবে প্রকাশ করে থাকেন।

প্রেস ক্লাব এর সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান মেহেরপুরের সিনিয়র সাংবাদিক তোজাম্মেল আজম এর কাছে উৎসাহিত হয়ে এবং তাকে সাংবাদিকদায় ওস্তাদ এর সম্মান দিয়ে ৮৫ সালের দিকে সাংবাদিকতা পথে যাত্রা শুরু করেন।

সাংবাদিক মিজানুর রহমান নিজের কথা বলতে গিয়ে এই প্রতিবেদক কে বলেন আমি সৌভাগ্যবান একজন, কর্ম জীবনে সবার ভালবাসা,সামাজিক ভাবে সম্মানিত,পারিবারিক জীবনে সুখি, আমাকে এক কথায় আল্লাহ্ সুখোময় মানুষ হিসাবে রেখেছেন। এই কাজ প্রিয় মানুষটি সংসার জীবনে ২ টি ছেলে সন্তানের বাবা বড় সন্তান ডাক্তার এস,এম আরাফাত আল্ আকাশ ও ছোট ছেলে এস,এম আমানুল্লা আমান নিয়ে পড়া লেখা করছে।

বন্ধুবর মানুষটি মেহেরপুরের জনপ্রিয় অনলাইন মেহেরপুর নিউজ এর বার্তা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন আমরা সকলের কথা বলি এই শ্লোগান কে ছড়িয়ে দিতে বিশ্বে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।