মেহেরপুরের সম্মানিত জেলা প্রশাসক যাঁর আন্তরিকতা অন্তর জুড়ে
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


মেহেরপুর সংবাদদাতা: ব্যক্তি যখন ব্যক্তিত্ব ছড়ায়,ইচ্ছা গুলো তখন আলো ছড়িয়ে থাকে সমাজ সভ্যতায়। মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনী,এরই মধ্যে সাধারণ মানুষের কাছে একজন শ্রদ্ধাশীল ও বিনয়ি মানুৃষ হিসাবে পরিচিতি লাভ করেছেন। তিনি যেমন মহজনপুর ইউনিয়নের এক অযোগ্য পুত্রের নির্যাতন থেকে বৃদ্ধ বাবা কাশেম আলী ও তার পরিবারকে সংসারে জায়গা করে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন, তেমনি আবার সাধারন কৃষকে কে বুকে জড়িয়ে নিয়ে অফুরন্ত ভালবাসা কুড়িয়েছেন সর্বজনের।
অন্যদিকে স্থানিয় রাজনৈতিক ব্যক্তিরা মনে করেন,জেলা প্রশাসক আতাউল গনী একজন কাজ প্রিয় মানুষ। কেননা তিনি যেমন শিক্ষা,মাদক বিরোধী আন্দোলন,চাঁদাবাজি উৎখাত,বাল্য বিবাহ প্রতিরোধ,ও অনৈতিক কাজের বিরুদ্ধে শক্ত ভাবে কাজ করে যাচ্ছেন। আতাউল গনী মনে করেন স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মানসিকতা শিক্ষা ক্রেত্রেয় ছড়িয়ে দিতে হবে। সুতরাং তিনি সপ্তাহের কয়েকটি দিন বিভিন্ন স্কুল পরিদর্শণ করে থাকেন। এ ছাড়াও সমাজের অবহেলিতদের জন্য গন শুনানি পরিচালনা করে সামাজিক সমস্যা গুলো মিমাংসিত করে থাকেন।
এ ছাড়াও বিভিন্ন ধরনের উন্নয়ন এর সাথে সম্পৃক্ত হয়ে কাজ করে যাচ্ছেন। উনার কাছ থেকে অবশ্যই শিক্ষা নেয়া যায় সংযম ও অপচয় থেকে কি ভাবে নিজেদের বাঁচিয়ে রাখা যায়।