মেহেরপুরের যাত্রাভিনেতা লাল্টু মঞ্চ কাঁপাচ্ছেন নগ্নতার বিরুদ্ধে

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৯
Spread the love

মুহম্মদ মহসীন: সংস্কৃতির সভ্যতা ছড়িয়ে পড়ুক সমাজ ও রাষ্ট্রের প্রতিটি হরফে,সুন্দরের জয় হোক, ক্ষয় হোক অসভ্যতার এমনি সব চিন্তার মশাল জ্বালতে মেহেরপুরের আসাদুর জামান ( লাল্টু) মঞ্চ নাটকে কাজ করে যাচ্ছেন আজ ২৫ টি বছর। তিনি নগ্নতার বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখবার লক্ষে ২০০১ সালে সৃষ্টি করেছেন প্রান্তিক শিল্প নাট্য গোষ্ঠি, সংগঠনটির তিনিই সম্পাদক ও নাট্য পরিচালক হিসাবে দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন।

অন্যদিকে মেহেরপুরের বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে সভ্যময় সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছেন মঞ্চ যাত্রার মাধ্যমে। আসাদুর জামান ( লাল্টু) সংস্কৃতিতে দায়িত্ববোধের প্রকাশ ঘটাতে মেহেরপুর, কুষ্টিয়া, ও চুয়াডাঙ্গার বিভিন্ন যাত্রা মঞ্চে শতাধিক যাত্রা পালার মঞ্চায়ন করেছেন। বিনয়ি এই ৫০ উদ্ধের বয়সি মানুষটি অভিনয় জীবন হয়ে যায় ভয়ানক খল নায়ক, মঞ্চে দর্শক ও শ্রতাদের কাছে তিনি যেমন অত্যাচারী মানুষ, বাস্তবে সমাজ জীবনে তিনি সবার লাল্টু ভাই।

তাই মেহেরপুরের কিছু মানুষ তার সম্মানে একটি রাস্তার মোড়ের নাম করণ করেছে লাল্টুর মোড়। এই অভিনেতার উল্লেখিত অভিনিত যাত্রা পালার নাম নাচ মহল,কোহিনূর, জেল থেকে বলছি, স্বামী চিতায় জ্বলছে,ঈশ্বরের চোখে জল,প্রতিমা বিসার্জন,বধূ এলো ঘরে, ইত্যাদী। আসাদুর জামান (লাল্টু) সৃষ্টি প্রান্তিক নাট্য শিল্প গোষ্ঠিতে ২৪ জন স্থানিয় নাট্য শিল্পীর নেতৃত্ব দিয়ে থাকেন। এই নাট্য পরিচালক ও অভিনয় শিল্পী মনে করেন সুস্থ্য ধারার সংস্কৃতি অভিনয়ের মাধ্যমে ছড়িয়ে না দিতে পারলে দর্শক শ্রতারা মঞ্চ নাটকের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে সেটা মেহেরপিরের শিল্পীদের জন্য অপমানজনক নয়কি?

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।