মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র প্রকল্পের স্থাপত্য নকশা অনুমোদন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০১৯
Spread the love

মেহেরপুর প্রতিনিধি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ও মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র প্রকল্পের স্থাপত্য নকশা অনুমোদন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে মুজিবনগর পর্ষটন মটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব এস এম আরিফ-উর রহমানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এস এম মোরাদ আলী সহ সরকারী উচ্চ পর্ষায়ের কর্মকর্তাবৃন্দ।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন- মুজিবনগরকে আমরা আর্ন্তজাতিক মানের মুক্তিযুদ্ধ বিষয়ক তীর্থস্থান হিসেবে গড়ে তুলবো। ইতিমধ্যে আরো ৩৭ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে নতুন প্রকল্পের কাজ শুরু হবে। বেশ কিছু ভাষ্কর্য পরিবর্তন করা হবে। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করেন এবং বিভিন্ন স্থাপনা পরিদর্শণ করেন।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।