জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
মেধাবী জাতি গঠনে শিশুদের পুষ্টিকর খাবার খাওয়াতে হবে-ডিসি মোঃ আসলাম হোসেন
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

নিজস্ব প্রতিবেদক: সুস্থ-সবল এবং মেধাধী জাতি গঠনে শিশুদের পুষ্টিগুন সম্পন্ন খাবার খাওয়াতে হবে। মাতৃকালীন মায়েদের পুষ্টিকর খাবার দিতে হবে। বৃহষ্পতিবার কুষ্টিয়া জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন একথা বলেন।
তিনি আরও বলেন, কুষ্টিয়া জেলা পরিষদের সৌজন্যে জেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যেগে পুষ্টি ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। উক্ত পুষ্টি ক্যালেন্ডার অনুসরণ করে খাবার পরিবেশন করতে হবে।
জেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা হাজী রবিউল ইসলাম, সদস্য সচিব ও সিভিল সার্জন ডাঃ রওশন আরা বেগম, জেলা শিক্ষা অফিসার মোঃ জায়েদুর রহমান, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব এতে বক্তব্য রাখেন। জেলায় কর্মরত বিভিন্ন অফিস প্রধান এতে উপস্থিত ছিলেন।