মিরপুর পৌর ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


মিরপুর প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদত বার্ষিকী ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সুস্থতা কামনায় মিরপুর পৌর ছাত্রদলের নেতৃবৃন্দের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে পৌর ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর ছাত্রদলের আহবায়ক ইফতেখার আলম শিল্পু’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক রহমত আলী রব্বান, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী ও উপজেলা ছাত্রদলের সভাপতি সংগ্রাম খান জিল্লু। এসময় অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক হাবিবুর রহমান, চিথলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, ধুবইল ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুস সাত্তার, চিথলিয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আয়নাল বিশ্বাস, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আতাউর রহমান এমদাদ, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মালেক, উপজেলা ছাত্রদলের সহ সভাপতি নাজিম আহমেদ সুজন, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ্যাড. খন্দকার খাইরুল ইসলাম, পৌর ছাত্রনেতা আসিফ আহমেদ, তুষার মল্লিক, শামীম বিশ্বাস, জুয়েল বিশ্বাস, বিপ্লব হোসেন, নাঈম হোসেন, রনি প্রমুখ।
ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাভোগ করছে। আগামীতে কঠিন আন্দোলনের মধ্যদিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে। তাই ছাত্রদলকে সুসংগঠিত করতে হবে। বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর সেই গণতন্ত্র রক্ষার জন্য আজ কারাভোগ করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। এসময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য এবং কারামুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।