মিরপুর ও দৌলতপুরে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী পালিত

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯
Spread the love

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব মূখর পরিবেশে পালিত হয়েছে। ২৩ আগষ্ট শুক্রবার সকাল ৯টায় আল্লারদর্গা সর্বজনীন মাতৃমন্দির কর্তৃপক্ষের আয়োজনে বাংলাদেশ হিন্দু,বৌধ্য,খ্রিষ্টান ঐক্য পরিষদের দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী অমিত কুমার সরকারের নেতৃত্বে একটি বর্ণঢ্য র‌্যালী বের হয় এবং প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ শেষে মন্দিরে ফিরে শেষ হয়। পরে শ্রী কৃষ্ণের জন্ম দিন উপলক্ষে পূজা, ধর্মীয় আলোচনা,কীর্তণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হিন্দু সম্প্রদায়ের মতে আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমীর অপ্রাকৃত লীলাকে কেন্দ্র করেই জন্মাষ্টমী উৎসব পালিত হয়। সনাতন হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টম তিথিতে হিন্দু ধর্মের প্রবর্তক ও মহামানবতার পরমেশ্বর শ্রী কৃষ্ণ জন্ম লাভ করেন। শিষ্টের পালন ও দুষ্টের দমনে, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি ব্রতী ছিলেন।

কুষ্টিয়ার মিরপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মিরপুর কালী মন্দির থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে আলোচনা সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহম্মেদ। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরপুর পৌরসভার মেয়র এনামূল হক, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ন চন্দ্র বিশ্বাস, শক্তি সঞ্চয় পাল, শ্যামল কুমার চৌধুরী, নির্মল কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক শুকেশ রঞ্জন পাল, নরত্তম পাল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক পবিত্র কুমার দত্ত, শ্যামল কুমার দত্ত, কোষাধাক্ষ্য অর্জুন কুমার সরকার, দপ্তর সম্পাদক মহাদেব চন্দ্র ঘোষ, আইন বিষয়ক সম্পাদক কুটিশ্বর পাল, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মনোজ কুমার ইন্দ্র প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নে ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষন সম্পাদক কাজল কুমার কুন্ডু। এসময় উপজেলার সকল ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।