মিরপুরে বৃক্ষ মেলার উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি: “পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার” এ শ্লোগানে কুষ্টিয়ার মিরপুরে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার শুভ উদ্বোধন করেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
এর আগে উপজেলা চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী এস এম জামাল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মর্জিনা খাতুন, পৌর মেয়র এনামুল হক মালিথা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী শেষে শিক্ষার্থী ও দর্শনার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরন করা হয়।