মিরপুরে পুলিশের অভিযানে বিদ্যুৎ’র তার চোরকে আটক
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


দ্য বিডি রিপোর্ট প্রতিবেদক : কুষ্টিয়া জেলার মিরপুর থানা পুলিশ বিদ্যুৎ এর তার চোর সন্দেহে মারজুলকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন।
থানা পুলিশ সুত্র জানান গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ আবুল কালামের নির্দেশে এসআই বোরহান-উল-ইসলাম ও সঙ্গীয় ফোর্স বুধবার গভীর রাতে উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মৃত ইজ্জত আলী মন্ডলের পুত্র মারজুল হোসেন(৩৮)কে বিদ্যাুৎ’র তার চোর সন্দেহে তার নিজ বাড়ি হতে আটক করেন ।
গ্রেফকারকৃত মারজুলের বিরুদ্ধে তার চুরি করার যতেষ্ট প্রমান রয়েছে বলে জানান এলাকার মানুষ। তার বিরুদ্ধে ইতিপূর্বে ও বিভিন্ন অভিযোগ রয়েছে।
সূত্রে আরো জানান গত ১০-০৬-২০১৯ দিবাগত রাতে তেঘরিয়া গ্রামের পোল নং-৩ এম ২-১১৬-৮-৫ হতে ৩ এম ২-১১৬-৮-৫-১ পযর্ন্ত মধ্যবর্তী জায়গার এক স্প্যান তার কে বা কাহারা কেটে ফেলে। এলাকার লোকজন উক্ত আসামী মারজুলকে ঐ স্থানে অনেক বার ঘুরাফেরা করতে দেখে সন্দেহ হলে পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাকে আটক করেছে।
এ ব্যাপারে মিরপুর থানার ২০১৮ সালের বিদ্যুৎ আইনের ৩৫ ধারায় মামলা দায়ের হয়েছে, মামলা নং ০২, তাং ০৭-০৭-২০১৯।