মিরপুরে নৃতাত্বিক জনগোষ্ঠির মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯
Spread the love

দ্য বিডি রিপোর্ট প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবন মানন্নোয়নে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বিকেলে পৌরসভার খন্দকবাড়ীয়ায় ২০১৮-২০১৯ অর্থ বছরে নৃতাত্বিক জনগোষ্ঠি বহুমুখী সমবায় সমিতির ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী, স্বাস্থ্য উপকরণ, বাঁশ ও বেতের সামগ্রী তৈরি উপকরণ বিতরণ করা হয়।

নৃতাত্বিক জনগোষ্ঠি বহুমুখী সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মিঠু ব্যাধের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সামাজের একটি অংশ। তাদের ব্যতিরেকে দেশের উন্নয়ন সম্ভব নয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠিকে উন্নয়নের মূল শ্রোতধারায় সম্পৃক্ত করতে হবে। এ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবন মানন্নোয়নে সরকার বদ্ধপরিকর।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোহাগ রানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সাবেক আহ্বায়ক হুমায়ূন কবির হিমু, ভূমি সহকারী কর্মকর্তা আশরাফ সিদ্দিকী, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পেশকার আব্দুর রহমান, পৌর ভূমি অফিসের অফিস সহকারী মোহাম্মদ আব্দুল্লাহ, আনসার-ভিডিপি কর্মান্ডার আব্দুল মোতালেব প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নৃতাত্বিক জনগোষ্ঠি বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সুজন কুমার ব্যাধ। এ সময়ে অতিথিবৃন্দ ৮৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি, বাঁশ ও বেতের সামগ্রী তৈরির জন্য ৮৮ হাজার টাকা ও শিক্ষা এবং স্বাস্থ্য উপকরণ বিতরণ করেন।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।