মিরপুরে ছিনতাই মামলার পলাতক আসামী ছাত্রনেতা চঞ্চল আটক

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৯
Spread the love

মিরপুর প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবেশে অটোরিক্সার মধ্যে থেকে লক্ষাধিক টাকা ছিনতাই এবং মারধরের মামলায় পলাতক এক আসামীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ওই আসামির নাম আতাউল হক চঞ্চল (২৮)। সে পৌরসভার ৮নং ওয়ার্ড নওপাড়া বিশ্বাস পাড়ার আজিজ মাষ্টারের পুত্র এবং মিরপুর উপজেলা যুবদলের সভাপতি আজাদুর রহমান আজাদের ছোট ভাই।

মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে মিরপুর পৌরসভার নওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করে।

জানা যায়, গত ০৮ জুলাই ২০১৪ তারিখে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান তাতীবন্দ ফাঁকা এলাকায় অটোরিক্সার মধ্যে থেকে মাহাতাব উদ্দিন নামে এক এনজিও কর্মীকে অস্ত্রের মাধ্যমে হুমকি ও মারধর করে তার কাছে থাকা প্রায় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। পরে ছিনতাই ঘটনার সাথে জড়িত ছাত্রনেতা চঞ্চল সহ বেশ কয়েকজনের নামে একটি ছিনতাই মামলা দায়ের হয়। যার মামলা নং ০৮, তারিখঃ ০৯/০৭/২০১৪ এবং জিআর নং ৯১/১৪।

এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, এ মামলায় ছাত্রনেতা চঞ্চলকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য, ছাত্রনেতা আতাউল হক চঞ্চলের বিরুদ্ধে ছিনতাই, চুরি, মারধর ও গাড়ী ভাঙচুর সহ স্থানীয় থানায় বেশ কিছু মামলা রয়েছে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।