মিরপুরে ছায়া ইউনিয়ন পরিষদ অধিবেশন অনুষ্ঠিত

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ছায়া ইউনিয়ন পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ইউনিক ইয়ুথ অর্গানাইজেশনের আয়োজনে ও আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার বাস্তাবায়নে এবং একশন এইড বাংলাদেশের সহযোগিতায় শনিবার বিকেলে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক ছায়া ইউনিয়ন পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম। আলো সংস্থার সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কামিরহাট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষাক আব্দুল মান্নান, ফুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য মীর জাকিরুল ইসলাম, আরশেদা খাতুন, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সদস্য এম এ মমিন মল্লিক, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম হীরা প্রমুখ।

ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে ছায়া পার্লামেন্ট আয়োজন করে থাকে সেখানকার তরুণ-তরুণীরা। তারা দেশের পার্লামেন্টের আদলে ছায়া পার্লামেন্টের মাধ্যমে তুলে ধরে বিভিন্ন আইন, নীতিমালা প্রণয়ন পদ্ধতি ও উন্নয়ন কর্মকান্ডের সমাচার ও অসঙ্গতি। এরই আদলে দেশের পল্লী এলাকার স্থানীয় সরকারকে শক্তিশালীকরণের জন্য একশনএইড বাংলাদেশের সহযোগিতায়, আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার বাস্তবায়নে এবং স্থানীয় তারুণ্যনির্ভর সংগঠন ইউনিক ইয়ুথ অর্গানাইজেশনের আয়োজনে এই ছায়া ইউনিয়ন পরিষদ অধিবেশন আয়োজন করা হয়।

প্রথম অধিবেশনে ছায়া ইউনিয়ন পরিষদ অধিবেশনে সভাপতিত্ব করেন ছায়া ইউপি চেয়ারম্যান শেফুল আহমেদ দীপ্ত। ইউপি সচিব পলাশ কুমার দাশের পরিচালনায় ছায়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন সদস্যবৃন্দ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কমিটি, বিভিন্ন কমিটির সভা, ইউনিয়ন পরিষদের কার্যাবলী, বাজেট, গ্রাম আদালত, এলজিএসপি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সুশাসন, ইউনিয়নের আয় ও ব্যয়, সামাজিক সুরক্ষা কর্মসূচী ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

সভার দ্বিতীয় অধিবেশনে ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, যুবক-যুবতীরা ইউনিয়ন পরিষদ সম্পর্কে অনেক জ্ঞান রাখে। এ সম্পর্কে আমার আগে ধারণা ছিল না। আমরা এদের দিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই। এইরকম ছায়া ইউনিয়ন পরিষদ অধিবেশন অন্যান্য ইউনিয়নে আয়োজন করা হলে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারগণ জানতে পারবে কিভাবে বিধি মোতাবেক ইউনিয়ন পরিষদ পরিচালনা করা যায়। আমি এ উদ্যোগকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও আলো সংস্থার সমাজসেবামূলক কার্যক্রম উত্তোরোত্তর বৃদ্ধি পাক এই কামনা করি। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছিলেন আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।