মিরপুরে কেএমসিএস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন কামারুল আরেফিন

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে কেএমসিএস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেহেরনগর ডন ক্লাবের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় পোড়াদহ স্পোর্টস একাডেমি ১-০ গোলের ব্যাবধানে হারদী ইয়ুথ ক্লাবকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উর্ত্তীন হয়। তীব্র প্রতিন্দন্দ্বীতাপূর্ণ এ খেলার প্রথমার্দ্ধে পোড়াদহ স্পোর্টস একাডেমি পক্ষে একমাত্র গোলদাতা রাসেল ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পোড়াদহ স্পোর্টস একাডেমি পক্ষে ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাবের অধিনায়ক কমলের ক্রীড়া নৈপূর্ণ্য দর্শকদের দৃষ্টিকাড়ে। খেলাটি পরিচালনা করেন মশান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসানুজ্জামান। তাকে সহযোগিতা করেন মেহের নগর ডন ক্লাবের মাসুদ রানা ও কামরুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। কেএমসিএস ফুটবল টুর্নামেন্টের সভাপতি কেএম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাদুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক রবি, আলমডাঙ্গার আঈন স্পোর্টসের স্বত্তাধিকারী মিজানুর রহমান মধু। এ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বিশ্বাস, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী টুটুল, ড. রাধা বিনোদ পাল মডেল স্কুলের পরিচালক রফিকুল ইসলাম, সদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য জহুরুল ইসলাম, বাবুল হোসেন, আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম মিলন চৌধুরী, সদরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম, কাকিলাদহ মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ, কাকিলাদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, আব্দুল জব্বার, মেহেরনগর ডন ক্লাবের সভাপতি এরশাদ আলী, সহ-সভাপতি সামিউল করিম, সাধারণ সম্পাদক বাবুল আহাম্মেদ, গোলাম মোস্তাফ, আব্দুর রহিম মাষ্টার, সাইফুল ইসলাম, আব্দুল ওহাব, আব্দুস সালাম, হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

খেলায় ধারা ভাষ্যকার ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক হুমায়ূন কবির হিমু। উল্লেখ্য নক আউট পদ্ধতিতে এ টুর্নামেন্ট ১৬টি দল অংশ নিচ্ছে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।