মিরপুরের ভন্ড কবিরাজ তুষারের খপ্পরে প্রতিবন্ধী শিশু লিখন: ৬ লক্ষাধিক টাকার স্বর্ণলংকার আত্মসাৎ।
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


ভেড়ামারা প্রতিনিধি: বাক ও বুদ্ধি প্রতিবন্ধী ১২ বছর বয়সী শিশু লিখন। তুষার নামের এক প্রতারক ভন্ড কবিরাজের খপ্পরে পড়ে সে। চিকিৎসার নামে প্রতারক তুষার লিখনের নিকট থেকে প্রায় ৬ লক্ষাধিক টাকার স্বর্ণলংকার হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
অবুঝ শিশু লিখনকে তুষার জানায়, তার বাড়িতে রাখা স্বর্ন গোপনে আমাকে এনে দিলে সেটা তন্ত্র-মন্ত্র দিয়া তোমাকে সুস্থ করে তুলবো। কবিরাজের সে ফাদে পা দিয়ে স্বর্বশান্ত হয়েছে প্রতিবন্ধী লিখনের পরিবার। লিখনের দুলাভাই বিদেশ থেকে পাঠানো সেইসব স্বর্ণলংকারেরর খবর তুষার জানতো প্রতিবেশী হওয়ার সুবাদে। তখন থেকেই তুষার সেগুলো আত্মসাৎ করতে শুরু করে নানা ফন্দী ফিকির। বিস্তার করতে থাকে তার প্রতারণার জাল।
ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল দোয়াপাড়া এলাকায়। প্রতারক তুষার ওই এলাকার তোফাজ্জেল হোসেনের পুত্র। ভূক্তভোগী লিখনের পরিবার ঘটানাটি জানতে পেরে বিচারের দাবীতে প্রতারক তুষারের বাড়ীতে যায়। সেখানে স্বর্ন আত্মসাতের কথা প্রতারক তুষার স্বীকার করলেও পেশী শক্তি ও ভয়-ভীতির মাধ্যমে লিখনকে প্রাননাশের হুমকি প্রদান করে এবং বিষয়টি কাউকে না জানানোর কথা বলে তার পরিবারকে।
লিখনের পরিবার এখানে-সেখানে ন্যায় বিচারের জন্য ধন্না ধরেও কোনো লাভ হয়নি। উপায়ন্তর না পেয়ে লিখনের পিতা খাইরুল ইসলাম বাদী হয়ে মিরপুর থানায় এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।