মিরপুরের কাতলামারীতে শিশু অপহরণ সন্দেহে যুবক আটক
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি, ২৪জুন,২০১৯: কুষ্টিয়ার মিরপুরে স্কুল ছুটির পর শিশু অপহরণ চেষ্টার অভিযোগে ফয়সাল(২৫) নামে এক যুবককে স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়. সোমবার দুপুর ১টায় মিরপুর উপজেলার কাতলামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র জিসান স্কুল ছুটি হলে অন্যান্য সহপাঠীদের সাথে বাড়ি ফিরছিলো। এসময় যুবক ফয়সাল শিশু জিসানকে আইক্রিম দেয়ার কথা বলে ডেকে নেয় এবং মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাসে উঠার চেষ্টাকালে স্থানীয়রা তাকে আটক করে। স্থানীয়দের সন্দেহজনক অভিযোগ, ফয়সাল শিশুটিকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি টের পেয়ে জিসানের সঙ্গীয় সহপাঠীরা চিৎকার চেচামেচি করায় স্থানীয়রা তাকে আটক করেন।
শিশু জিসান কাতলামারী স্থানীয় আশিকুল ইসলামের পূত্র এবং শিশু অপহরণ সন্দেহে আটকৃত যুবক ফয়সাল নারায়নগঞ্জের বাসিন্দা বলে পুলিশ জানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিকটস্থ আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, শিশু অপহরণ সন্দেহে স্থানীয়দের হাতে আটককৃত যুবক ফয়সালকে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।