মাহবুবউল আলম হানিফ এমপি’র সাথে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির নেতৃবৃন্দের মতবিনিময়

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি’র সাথে শনিবার রাত সাড়ে ৮টায় তাঁর কুষ্টিয়াস্থ বাসভবনে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র নেতৃবৃন্দ এক মতবিনিময় মিলিত হয়।

এ সময় জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি কেপিসি’র গণমাধ্যমকর্মীদের সাথে ঈদ পরবর্তি কুশল বিনিময় করেন এবং সকলের খোঁজ খবর নেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র অতীত ঐতিহ্য ও গৌরবের ইতিহাস রয়েছে। এই হিরন্ময় আভিজাত্যকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিকদের এগিয়ে যেতে হবে। কুষ্টিয়ার উন্নয়ন অগ্রযাত্রায় প্রগতিশীল সাংবাদিকদের বলিষ্ঠ ভুমিকা রয়েছে। তিনি আরও বলেন, সাংবাদিকরা থাকবে তাদের নিজস্ব ঠিকানায়। কেউ থাকবে ক্লাবে আর কেউ থাকবে রাস্তায় তা হবে না। জেলা প্রশাসন কর্তৃক নির্বাচিত কমিটির সবাই সমান। গণমাধ্যমকর্মীদের উপর কোন আঘাত সহ্য করা হবে না।

এ সময় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান, কুষ্টিয়া চেম্বার অব কমার্স ও কুষ্টিয়া ক্লাবের সভাপতি হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সদর উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ হাসান মেহেদী, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও এডিশনাল পিপি এড. শামস তানিম মুক্তি, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র নির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ-সভাপতি জামিল হাসান খান খোকন, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক শেখ হাসান বেলাল, কোষাধ্যক্ষ মিলন উল্লাহ, দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান, ইমরান হাসান পাপ্পু, নাব্বির আহম্মেদ খান, রিয়াজুল ইসলাম সেতু, হাফিজুর রহমান জীবনসহ কেপিসি’র সদস্যবৃন্দ।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।