মাদক মুক্ত ভবনা নিয়ে মেহেরপুর পুলিশ লাগাতার কাজ করছে

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৯
মাদক মুক্ত ভবনা নিয়ে মেহেরপুর পুলিশ লাগাতার কাজ করছে
Spread the love

মুহম্মদ মহসীন: মাদকের বিরুদ্ধে মেহেরপুর পুলিশের হুশিয়ারী, এই বার্তা মাদক ব্যবসায়ী, মাদক সেবি, মাদক আশ্রয় দাতাদের কাছে পৌছিয়ে গেছে অনেক আগেই। প্রজন্মদের মাদকের ভয়াভয়তা থেকে বাঁচাতে হবে, দিতে হবে মাদক মুক্ত মেহেরপুর এমনি প্রত্যয় এর মধ্য দিয়ে মেহেরপুর পুলিশ বাহিনী পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ( পিপি এম বার) তিনি মাদকের বিরুদ্ধে লাগাতার কাজ পরিচালনা করে সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে একজন আস্থা ও বিশ্বাসের মানুষ হিসাবে সম্মান অর্জন করেছেন। যে কারনে আগের মত হাত বাড়ালেই মাদক এই গল্প ও ভাবনার গুলোর অপঃমৃত্যু হয়েছে অনেক ক্ষেত্রেই।

অন্যদিকে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ( পিপি এম বার) ১০০ টাকায় পুলিশে চাকুরী দিয়ে এক আলাদা মাত্রায় পৌছিয়ে গেছেন বলে সচেতন মানুষ রা মনে করেণ। তাইই নয় তিনি সরকারী হাসপাতালে পুলিশ গার্ড রুম বসিয়ে যেমন স্বাস্থ্য সেবার নিরাপত্তা দিয়েছেন আবার পুলিশদের কল্যাণে বিভিন্য উন্নয়ন মূলক কাজ করে নিজেদের মধ্যে প্রসংশিত হয়েছেন।

মেহেরপুর জেলাতে মাদক সেবি ও মাদক ব্যবসায়ীরা যখন চরম ভাবে আইনি জাতাকলে, কেউ কেউ নিজেরায় ( পুলিশের উক্তি) বন্দুক যুদ্ধে হচ্ছেন নিহত, তখন সীমান্তের ওপার থেকে কিছু মাদক ব্যবসায়ী মাদকের চালান নিয়ে এসে জেলার আইন শৃংখলা বাহিনীর হাতে গ্রেপ্তার হচ্ছেন।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।